top of page
Search

আমার মৃত্যুর খবর শুনলে আমার প্রশংশা করোনা বরং আমার জন্য দুয়া করো। ।

  • Writer: Mohammad Aminul Islam
    Mohammad Aminul Islam
  • Nov 19, 2019
  • 1 min read

পরপারে চলে যাওয়া আমার ভালোবাসার মানুষগুলোর কথা মনে হলে তাঁদের অনেক প্রশংসা করি। হঠাৎ মনে পড়লো, আসলে উনারা কেমন আছেন সত্যিইতো জানিনা। আমার এত ভালোবাসার মানুষ উনারা কবরে যদি কষ্টে থাকেন তাহলেতো আমি দুনিয়াতে থেকে উনাদের কোন লাভ হলোনা। মনের গভীর থেকে অনুভব করলাম যে, হঠাৎ করে একদিন প্রশংসা না করে তাঁদের জন্য নিয়মিত দুয়া করা উচিৎ। আর তাই মনে করলাম আপনাদের সবাইকে বলে রাখি যে, আমার মৃত্যুর খবর শুনলেও যেন আমার প্রশংশা না করে বরং আমার জন্য দুয়া করেন। কবরের সেই প্রথম দিনটাতে যদি আমি আমার সব গুলো ভূলের ক্ষমা পেয়ে যাই, সেটাই হবে আমার পরম পাওয়া।


দোয়া কামনায়...

___ মোহাম্মাদ আমিনুল ইসলাম আযহারী।

 
 
 

Comments


bottom of page